বাড়ি ফেরার পথে না ফেরার দেশে খোদেজা বেগম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ০২ জুন ২০১৯

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দাসেগো পোলের গোড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় খোদেজা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত খোদেজা বেগম উপজেলার জয়নারায়ণপুর গ্রামের নুর হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমুহনী থেকে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন খোদেজা বেগম। দাসেগো পোলের গোড়া নামক স্থানে আসা মাত্র পেছন থেকে একটি যাত্রীবাহী বাস সিএনজিকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে সিএনজিটি বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের (কুষ্টিয়া-ট ১১-০৭৬৫) সঙ্গে আরেকবার ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। সিএনজির চালকসহ দু’জন গুরুতর আহত হয়েছেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মাবুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছি।

মিজানুর রহমান/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।