গাজীপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় খলিল মিয়া (১৮) নামের এক পথচারী নিহত হয়েছে।
রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত খলিল মিয়া চাঁদপুরের হাইমচর থানার উত্তর বগুড়া এলাকার মুল্লুক চানের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের তেলির চালা এলাকায় রবিবার দুপুরে খলিল নামের ওই যুবক সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক বাসসহ চালককে আটক করা হয়।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমএসএইচ