ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাজার ইয়াবাসহ আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৪ জুলাই ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে দুই হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলেন- মোজাম্মেল মিয়া (২৪), জালাল ভূঁইয়া (৩৩), শিরিনা বেগম (২২) ও শাকিল সিকদার (২৫)।

বিকেলে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল কসবা উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে মোজাম্মেলকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও বাকি তিনজনকে এক হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এছাড়াও আটকদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির ২৭ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।