ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৬ জুলাই ২০১৯

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের কাজীপাড়ার জেলা ঈদগাহ মাঠে এ মাদকবিরোধী ম্যাচ অনুষ্ঠিত হয়।

পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ প্রীতি ম্যাচের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া টাইগার্স ক্রিকেট একাডেমি।

প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. লোকমান হোসেন।

জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাগো নিউজের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এই সমস্যার সমাধানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একজন মাদকসেবী দেশ ও জাতির জন্য বোঝা। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এখনই মাদকের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রীতি ম্যাচে টাইগার্স ক্রিকেট একাডেমির দুটি দল অংশ নেয়। পরে আলোচনা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।