দৌলতদিয়ায় পশু ও যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ লাইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:০৩ এএম, ০৬ আগস্ট ২০১৯

রাজধানীমুখী পশুবাহী ট্রাক ও যাত্রিবাহী যানবাহনের বাড়তি চাপে রাজবাড়ীর দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় দীর্ঘ সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।

এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এর মধ্যে পশুবাহী ও যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশি। সিরিয়ালে আটাকা পড়ে গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক, যাত্রী ও গরু ব্যবসায়ীদের। এছাড়া গরমে অতিষ্ট হয়ে উঠছে গরু। এ সময় হাতপাখা দিয়ে গরুগুলোকে বাতাস করতে দেখা গেছে।

RAJBARI-1

মঙ্গলবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ চিত্র দেখা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, বর্তমানে এ রুটে ১৭টি ছোট-বড় ফেরি চলাচল করছে। পশুবাহী ট্রাক ও যানবাহনের বাড়তি চাপে সিরিয়াল সৃষ্টি হয়েছে।

রুবেলুর রহমান/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।