নদীতে মিলল চরমপন্থী বাহিনীর প্রধানের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৭ আগস্ট ২০১৯
ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে গড়াই নদী থেকে চরমপন্থী সংগঠন ফিরোজ বাহিনীর প্রধান ফিরোজ জোয়ার্দ্দারের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ইউনিয়নের গড়াই নদীর আলমডাঙ্গা চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফিরোজ ওই ইউনিয়নের আকবর জোয়ার্দ্দার কুটির ছেলে।

কালুখালী থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফিরোজের লাশ কালুখালীর বর্ডার মাগুরার শ্রীপুর থানা এলাকায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দলীয় কোন্দলে তাকে খুন করা হয়েছে। স্থানীয়ভাবে জেনেছেন ফিরোজ সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।