সীমান্তের পাশে পাট চাষ না করার আহ্বান বিজিবির

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৭ আগস্ট ২০১৯

বেনাপোলে স্থানীয়দের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা বিষয় মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা করেছে বিজিবি। সোমবার পুটখালী বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকারে সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূলক কুমার মন্ডল, নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন ও ২১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ।

বক্তারা চোরাচালান রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য জোর আহ্বান জানান। সভায় গোগা, কায়বা এবং পুটখালী, ইউনিয়নের জনপ্রতিনিধিসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এ সময় মত খুলনা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আরশাদুজ্জামান খান স্থানীয় চাষিদের সীমান্তের ১৫০ গজের মধ্যে পাট জাতীয় ফসল চাষ না করার আহ্বান জানান।

সভার শুরুতে সম্প্রতি পাঁচভূলাট সীমান্তে চোরাচালানিদের নিক্ষিপ্ত বোমায় নিহত হাবিলদার আকমল হোসেনের স্মৃতির প্রতি শুদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মো. জামাল হোসেন/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।