ট্রেনের টয়লেটে মিলল নবজাতকের লাশ
রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ফরিদপুর এক্সপ্রেস-১ ট্রেন থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রোববার সকালে খানখানাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ফরিদপুরগামী ওই ট্রেনের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার (জিআরপি) এসআই মনিরুজ্জামান জানান, সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ফরিদপুর এক্সপ্রেস-১ ট্রেনের বাথরুম থেকে ৫/৬ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সেই মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কোনো প্রসূতি ডাক্তার দেখানোর জন্য ফরিদপুর যাচ্ছিলেন। হঠাৎ ট্রেনের মধ্যে ব্যথা ওঠায় বাথরুমে গেলে সেখানেই সন্তান প্রসব করেন তিনি। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।
রুবেলুর রহমান/এমএমজেড/পিআর