রাজবাড়ীতে নতুন করে ৩ ডেঙ্গু রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করলেও গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো।

বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন মোট ২১ জন। এদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১২ জন, পাংশায় ৮ জন ও বালিয়াবান্দিতে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান বলেন, সবার সচেতনতায় ডেঙ্গুর রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। নতুন করে দুই-একজন আক্রান্ত হলেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

রুবেলুর রহমান/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।