আবারও ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি সাজ্জাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:০৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৯

তৃতীয়বারের মতো ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন বরকত। শনিবার (২১ সেপ্টেম্বর) সমিতির দ্বি-বার্ষিক (২০১৯-২১) নির্বাচনে আনারস প্রতীক নিয়ে সর্বোচ্চ ১৭৩ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন তিনি।

ফরিদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১৯১ জনের মধ্যে ১৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল হয়। ভোট গণনা শেষে রাত ১২টায় বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের প্রধান ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মো. আবুল ফয়েজ। সদস্য হিসেবে ছিলেন গোয়ালচামট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী মোকসেদুর রহমান ও ফরিদপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন।

southeast

অন্যান্য বিজয়ীরা হলেন- কাপ-পিরিচ প্রতীকে ১১২ ভোট পেয়েছেন খন্দকার মোকাররম হোসেন, বাস প্রতীকে ১০৯ ভোট পেয়েছেন আলী আহসান বনি, ডাব প্রতীকে ১০৮ ভোট পেয়েছেন প্রদীপ কুমার ঘোষ, রিকশা প্রতীকে ১০৭ ভোট পেয়েছেন মো. আনিছুর রহমান, টেলিফোন প্রতীকে ১০৭ ভোট পেয়েছেন ফারুক আলম ভূইয়া, জাহাজ প্রতীকে ১০৪ ভোট পেয়েছেন মানিক চৌধুরী মিঠু, বটগাছ প্রতীকে ১০৩ ভোট পেয়েছেন জহের খান, কলস প্রতীকে ১০২ ভোট পেয়েছেন মো. শাহিনুর আলম শাহীন।

southeast

ঘুড়ি প্রতীকে ১০২ ভোট পেয়েছেন শ্যামল চন্দ্র সাহা, মই প্রতিকে ১০১ ভোট পেয়েছেন বিমল কুমার মজুমদার, ছাতা প্রতীকে ১০০ ভোট পেয়েছেন কাজী সাইফুর রহমান সোহেল, মাছ প্রতীকে ৯৯ ভোট পেয়েছেন কালীপদ দাস, চেয়ার প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন আলহাজ্ব মো. আবু তালেব আজাদ, কুঁড়েঘর প্রতীখে ৯৮ ভোট পেয়েছেন গৌতম কুমার ঘোষ (শেখর), কাঁঠাল প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন মো. মোতালেব হাওলাদার, তালা-চাবি প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন সুজিত কুমার সাহা মিঠু, গরুর গাড়ি প্রতীকে ৯৬ ভোট পেয়েছেন মো. সালেহ উদ্দিন মিয়া স্বপন, উড়োজাহাজ প্রতীকে ৯৫ ভোট পেয়েছেন মো. হান্নান মৃধা, হরিণ প্রতীকে ৯৫ ভোট পেয়ে এস এম শুকুর মোল্যা ও দোয়েল পাখি প্রতীক নিয়ে ৯৩ ভোট পেয়েছেন মো. মোহন মোল্যা।

নির্বাচন বোর্ডের প্রধান আবুল ফয়েজ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, র‌্যাব পুলিশ সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বি কে সিকদার সজল/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।