গেটের তালা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্তাকে খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:২৩ এএম, ০১ অক্টোবর ২০১৯

গাজীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রউফ নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী মাজেদা বেগম। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রী আহত মাজেদা বেগম জানান, সোমবার রাত আড়াইটার দিকে ১০-১২ জনের এক দল দুর্বৃত্ত মুখে গামছা বেঁধে বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দুর্বৃত্তরা তার ছেলের ঘরের প্রবেশ করে তাকে দেশীয় অস্ত্রের মুখে চোখ, হাত-পা বেঁধে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা তাদের ঘরে ঢোকে। এ সময় গৃহকর্তা আব্দুর রউফ বাঁধা দিতে গেলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে তিনি মারা যান। স্বামীকে বাঁচাতে এসে ডাকাতদের হামলায় মাজেদা বেগমও আহত হন। এক পর্যায়ে দুর্বৃত্তরা ঘরের ভেতরে রাখা স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।