প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৩ অক্টোবর ২০১৯
প্রতীকী ছবি

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের শ্রীপুর এলাকার ফারুক (৩৩) ও রাজেন্দ্রপুর পূর্বের টেক এলাকার বাদশা মিয়া (৩২)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক বাক্প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণ করে চারজন। তখন ফারুক ও বাদশা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। ধর্ষণের ঘটনায় অন্য দুজনকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

গাজীপুর আদালতের পিপি এবিএম আফফান বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।