বেনাপোলে শেখ রাসেলের জন্মদিন পালিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১৯ অক্টোবর ২০১৯

যশোরের বেনাপোলে পৌর শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে র‌্যালির মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়। পরে বিদ্যালয়ের মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি কবির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে কোমলমতি শিশু শিক্ষার্থী ও স্কাউটদের নিয়ে কেক কাটা হয়।

এ সময় শার্শা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ্ অলোক সরদার, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সদস্য এমাদুল সজল, আওয়াল হোসেন, কামরুজ্জামান তরু, মিজানুর রহমান, মনির হোসেন, ইমাদুল বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, হারুন-অর-রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. জামাল হোসেন/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।