নিরাপদ সড়ক দিবসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২২ অক্টোবর ২০১৯

যশোরে ট্রাকের ধাক্কায় মঈদুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় ঘটনা ঘটে।

নিহত মঈদুল যশোর শহরের দাউদ পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ও পিরোজপুর জেলার তপসিডাঙ্গা এলাকায় মাহাবুব রহমানের ছেলে। তার বাবা যশোর ক্যান্টনমেন্টে সেনাবাহিনীতে কর্মরত।

নিহতের বাবা মাহাবুব হোসেন জানান, বুধবার সকালে মঈদুল বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে শানতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে কালীগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

মিলন রহমান/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।