বিদেশি নাগরিককে হেনস্তা করে টাকা নেয়ায় এসআই ক্লোজড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০১ ডিসেম্বর ২০১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশের এসআই শিশির কুমার বিশ্বাসকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। আরব আমিরাতের নাগরিক আলী আহামেদকে হেনস্তার মাধ্যমে দুই দুবাই প্রবাসীকে ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণ ও বিমানের টিকিট হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে ক্লোজড করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করার নির্দেশ দেন।

ভুক্তভোগীরা জানায়, গত ২৮ নভেম্বর রাতে এসআই শিশির কুমার বিশ্বাস এক প্রবাসীর বাসায় ঢুকে আরব আমিরাতের নাগরিক আলী আহামেদকে অশালীন কথা বলেন। একপর্যায়ে তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের গ্রেফতারের হুমকি দেন। পরে তাকে ১২ হাজার টাকা দিলে তিনি চলে যান।

বিষয়টি তাৎক্ষণিকভাবে নোয়াখালীর পুলিশ সুপারকে জানানো হলে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মো. আবদুর রহিমকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার নিদের্শ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে নোয়াখালীর পুলিশ সুপার অভিযুক্ত এসআই’র বিরুদ্ধে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেন।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান মুঠোফোনে এসআই শিশির কুমার বিশ্বাসকে ক্লোজড ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিজানুর রহমাান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।