কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯

যশোরে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করায় রতন বিশ্বাস নামে এক যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ডিসেম্বর) রাতে শহরের এইচএম রোডে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাকে এক মাসের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রতন যশোর শহরের জেল রোডের মোকসেদ আলীর বাড়ির ভাড়াটিয়া পরিমল বিশ্বাসের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রতন বেশ কিছু দিন ধরে ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার রাতে ওই ছাত্রী কোচিংয়ের ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন। তিনি শহরের কাঠেরপুল এলাকায় পৌঁছালে রতন দলবল নিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় স্থানীয়রা রতনকে ধরে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন অভিযোগের শুনানি শেষে রতনকে এক মাসের কারাদণ্ড দেন।

মিলন রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।