ফেসবুক প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯

যশোরের চৌগাছায় ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো, চৌগাছা উপজেলার পাশাপোল (মাঝেরপাড়া) গ্রামের মোফাজ্জল হোসেন সাগর আহম্মেদ (১৮) ও পৗরসভার জিওলগাড়ি (বেলেমাঠ) গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সজীব রহমান হৃদয় (১৮)।

গতকাল শনিবার রাতে আটকের পর সোমবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গত ৭ ডিসেম্বর চৌগাছার জগদীশপুর তুলা বীজ বর্ধন খামারে বেড়াতে গিয়ে এ ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার (১৪ ডিসেম্বর) ওই স্কুলছাত্রী চৌগাছা থানায় মামলা করলে বিষয়টি প্রকাশ হয়।

স্কুলছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাগরের সঙ্গে ২ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। এরপর প্রতিদিন তাদের ফেসবুকের মাধ্যমে দুই-একবার কথাবার্তা ও চ্যাট হতো। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার সূত্র ধরে গত ৭ ডিসেম্বর সকাল ৯টায় অভিযুক্ত সাগর ম্যাসেঞ্জারের মাধ্যমে তাকে দেখা করার প্রস্তাব দেয়। প্রস্তাব পেয়ে সে উপজেলার জগদীশপুর তুলাবীজ বর্ধন খামারে দেখা করতে যায়। সেখানে কথাবার্তা বলার এক পর্যায়ে তাকে ফুসলিয়ে একটি কালো প্রাইভেটকারে তুলে নেয়। গাড়ির মধ্যেই বেলা ১১টার সময় সজীবের সহায়তায় সাগর তাকে ধর্ষণ করে। সাগরের ধর্ষণ শেষে সজীবও তাকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার করতে থাকে।

এসময় প্রাইভেটকারের চালক কাছে চলে আসলে তারা ওই প্রাইভেট কারে করে তাকে নিয়ে তুলা খামার থেকে বেরিয়ে যায় এবং ছাত্রীর বাড়ির পাশের একটি বাজারে নামিয়ে দেয়। এ সময় তারা হুমকি দিয়ে বলে এ ধর্ষণের ঘটনা তারা ভিডিও করে রেখেছে। কাউকে জানালে তা ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে। পরবর্তীতে বিষয়টি মেয়েটি তার বাবা-মা জানালে ১৪ ডিসেম্বর চৌগাছা থানায় ধর্ষণ মামলা হয়। পরে পুলিশ শনিবার অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে।

চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষকদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার দু’জনই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোববার তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। ঘটনার শিকার স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

মিলন রহমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।