আলুবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০২ জানুয়ারি ২০২০
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে আলুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন বাসযাত্রী। বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের উপজেলার চান্দাইকোন ররোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা-মালিতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে ট্রাকচালক ছানোয়ার হোসেন (৩৫) এবং একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে হেলপার মিন্টু মিয়া (৩৮)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে আলুবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ যাচ্ছিল। পথিমধ্যে শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ররোয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ছানোয়ার হোসেন নিহত হন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই হেলপার মিন্টু মিয়া মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।