বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের হামলার অভিযোগ
বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের একদল নেতাকর্মী হামলা চালিয়ে ব্যানার-ফেস্টুন ভেঙে ফেলেছে। এ সময় জেলা শহরের নবাববাড়ি সড়কের জেলা বিএনপির কার্যালয়ের প্রবেশ মুখের গেট ভেঙে ফেলার চেষ্টা করে তারা।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার (০১ জানুয়ারি) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে উঠে ছাত্রদলের কিছু নেতাকর্মী বিশৃঙ্খলার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে কতিপয় নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিএনপি অফিসের গেটে বাড়ি দেয়। একই সঙ্গে সড়কের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার-ফেস্টুন ভেঙে ফেলা হয়।
বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম বলেন, ছাত্রদল নিজেরায় হামলা করে ছাত্রলীগের নাম ব্যবহার করছে। এমন অপপ্রচার চালানো উচিত নয়। বিএনপি অফিস সবসময় বন্ধ থাকে। সেখানে নেতাকর্মী যায় না। কাজেই ব্যানার-ফেস্টুন ভাঙার অভিযোগ মিথ্যা। ছাত্রলীগের কোনো নেতাকর্মী এমন কাজে জড়িত নয়।
এদিকে দলীয় কার্যালয়ে হামলা, পুলিশের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ এনে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের ৭৫ জনের নামসহ ৫০০ জনের নামে মামলা, ২৯ জনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে বগুড়া জেলা বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য জিএম সিরাজ বলেন, ছাত্রলীগ বিনা উসকানিতে বিএনপি অফিসে হামলা করেছে। পুলিশ ছাত্রদলের র্যালি পূর্ব জমায়েতে লাঠিচার্জ করে উল্টো মিথ্যা মামলা দিয়েছে। যাতে ছাত্রদল শক্তিশালী হয়ে না উঠতে পারে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
লিমন বাসার/এএম/পিআর