ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১০ জানুয়ারি ২০২০

টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেয়া আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তিনি মারা যান। তার নাম শহিদুল ইসলাম (৫০)। তিনি নওগাঁর আতরাই থানার পাইকার বড়বাড়ি এলাকার সোলাইমান মিয়ার ছেলে।

বিশ্ব ইজতেমার মুরব্বি মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, ইজতেমায় অংশ নেয়া শহিদুল ইসলাম শুক্রবার সকালে মারা যান। এ নিয়ে গত দু’দিনে চারজন মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার সকালে ইয়াকুব আলী (৮৫), রাতে খোকা মিয়া (৬০) ও মোহাম্মদ আলী (৭০) মারা যান।

বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাগরিবের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। এরপর শুক্রবার বাদ ফজর আম বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ।

এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজের বৃহত্তম জামাত। দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জোবায়ের। ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন।

আমিনুল ইসলাম/আরএআার/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।