ইজতেমার দ্বিতীয় পর্বে আরও দুই মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২২ এএম, ১৯ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শনিবার (১৮ জানুয়ারি) আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের দ্বিতীয় পর্বের ইজতেমায় সাতজন মুসল্লি মারা গেলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, শনিবার রাতে বার্ধক্যজনিত রোগে গাইবান্ধার সাঘাটা থানার কামালের হাট এলাকার আবুল কাসেমের ছেলে মো. সোবাহান (৭০) মারা গেছেন। বাদ ফজর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও একইদিন (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর হাতিয়া থানার আজিম নগরের মফিজুল ইসলামের ছেলে মো. মনির উদ্দিন (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এর আগে শুক্রবার রাতে চার মুসল্লির মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইজতেমা শুরুর আগের দিন এক মুসল্লি মারা যান। এনিয়ে এবারের বিশ্ব ইজেতেমার দ্বিতীয় পর্বে সাত মুসল্লির মৃত্যু হলো।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।