গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটিসির এসি বাস চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২০

গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান অতিরিক্ত সচিব এহসান এলাহী।

এতে বক্তব্য রাখেন বিআরটিসির ব্যবস্থাপক প্রকৌশলী ফাতেমা বেগম, গাজীপুর বাস ডিপোর ম্যানেজার মফিজ উদ্দিন, সিবিএ সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

গাজীপুর বাস ডিপোর ম্যানেজার মফিজ উদ্দিন বলেন, প্রতিদিন গাজীপুরের শিববাড়ি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ১৬টি এসি বাস চলাচল করবে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।