মুজিববর্ষে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৪ দিনের কর্মসূচি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুরে মুজিববর্ষ উপলক্ষে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান, অভিযোগ নিরসন এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহসহ বিদ্যুৎ অপরাধ দমনে রোববার সকালে ‘আলোর ফেরিওয়ালা’বিষয়ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে ‘মুজিববর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ’-এ প্রতিপাদ্য নিয়ে সমিতির কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন পর্যন্ত ৪৪ দিনব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে সমিতির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল।

তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে এ ৪৪ দিন পল্লী বিদ্যুৎ সমিতি তাদের গ্রাহকদের ২০ ধরনের সেবা প্রধান করা হবে। মুজিববর্ষে গ্রাহক সেবার মানকে বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে। মুজিববর্ষেই নিশ্চিত হবে শতভাগ বিদ্যুতায়ন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন তিনি বাস্তবায়িত করেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।