প্রশাসন ও রাজনীতিকে আলাদা করলে সব অপরাধ দমন সম্ভব : এমপি নিক্সন
ফরিদপুর-৪ আসনের (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রশাসন ও রাজনীতিকে আলাদা করে দেন। তাহলেই সমাজ থেকে মাদকসহ সকল অপরাধ দমন সম্ভব হবে। পুলিশ প্রশাসন তাহলে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সদরপুরের বাইশরশিতে শিবসুন্দর একাডেমি মাঠে ফরিদপুর পুলিশের ভাঙ্গা সার্কেল আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, আমাদের সকল উন্নয়নের অর্জন বিলীন হয়ে যাবে যদি আমাদের সন্তানেরা মাদকাসক্ত হয়ে পড়ে। সমাজকে মাদকমুক্ত করার এখনই উপযুক্ত সময়। মাদক ব্যবসায়ী যেই হোক তার পক্ষে কারও তদবিরকে প্রশ্রয় দেবেন না। ওয়েলকাম পার্টি, ইয়াবা ব্যবসায়ীরা দুই দিনেই বাড়িতে বিল্ডিং দেয়। তাদের ব্যাপারে তৃণমূল থেকে তথ্য সংগ্রহ করে প্রশাসনকে জানান। তিনি মাদকের বিরুদ্ধে ফরিদপুরের পুলিশ সুপারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আলীমুজ্জামান (সেবা), সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান, ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান প্রমুখ।
এর আগে এমপি নিক্সন চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে সদরপুর ও ভাঙ্গা থানা পুলিশের জন্য দুটি গাড়ি উপহার দেন। গাড়ির চাবি গ্রহণ করেন পুলিশ সুপার আলীমুজ্জামান।
বি কে সিকদার সজল/আরএআর/জেআইএম