ফরিদপুরে হোম কোয়ারেন্টাইনে ইতালিফেরত ৩ ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১১ মার্চ ২০২০

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ফরিদপুরে ইতালিফেরত তিন ভাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা তিনজনই সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছেন। বুধবার (১১ মার্চ) ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২ মার্চ শহরের ঝিলটুলীর বাসিন্দা তিন ভাই ইতালি থেকে দেশে রওনা হন। ৩ মার্চ তারা দেশে ফেরেন। তাদের পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়। তবে তারা করোনাভাইরাসে আক্রান্ত হননি। তাদের মাঝে করোনাভাইরাসের লক্ষণও পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সতর্কতামূলক পর্যবেক্ষণের জন্যই তারা তাদের বাসায় অন্যদের সঙ্গে মেলামেশা না করে পৃথক রয়েছেন।

সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, ওই তিন ব্যক্তিকে একটি পৃথক রুমে থাকার পরামর্শ দেয়া হয়েছে। একজন নির্দিষ্ট ব্যক্তিকে প্রতিরক্ষামূলক পোশাক ব্যবহার করে তাদের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পরামর্শ দেয়া হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ তাদেরকে প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য কোনো পোশাক কিংবা মাস্ক সরবরাহ করতে পারেনি।

ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। আর জেনারেল হাসপাতালে পাঁচটি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি অবনতি হলে ফরিদপুরে সরকারি উদ্যোগে পৃথক কোয়ারেন্টাইন সেন্টার খোলা হবে।

বি কে সিকদার সজল/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।