স্বামীর ছুরিকাঘাতে রোহিঙ্গা নারী খুন
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন রোহিঙ্গা এক নারী। সোমবার সন্ধ্যার দিকে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কুলসুমা বেগম (২৪) পুরান পল্লানপাড়ার মো. সাদেকের (২৮) স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, রোহিঙ্গা সাদেক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে প্রতিনিয়ত পারিবারিক কলহ লেগেই থাকতো। সেই সূত্র ধরে সোমবারও তাদের মাঝে কলহ হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী সাদেক তার স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী লোকজন রক্তাক্ত অবস্থায় কুলসুমাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, খবর পেয়ে এসআই অরুন কুমার চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার আসল রহস্য বের করে খুনিকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম