ফতুল্লায় তাবলিগফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৫ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে সদর উপজেলা প্রশাসন। ওই এলাকার একটি বাড়িতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় রোববার (৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘোষণা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।

তিনি জানান, পূর্ব লামাপাড়া এলাকায় স্বপ্নানীড় নামক একটি ভবনে এক করোনা রোগী ছিল। দুদিন আগে তাকে রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার করোনার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ কারণে ওই বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে বসানো হয়েছে পুলিশের প্রহরা। ইতোমধ্যে এসব বাড়িতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। প্রয়োজনে আরও দেয়া হবে।

স্থানীয়রা জানান, সম্প্রতি তাবলিগ জামাত থেকে ফেরার পর ওই ব্যক্তি প্রচণ্ড জ্বর ও ঠান্ডা সর্দিতে আক্রান্ত হয়ে পড়েন। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।