ক্ষুদে শিক্ষার্থীরা দাঁড়াল ৪০ জন অসহায় মানুষের পাশে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:৪১ পিএম, ১২ এপ্রিল ২০২০

দেশব্যাপী করোনাভাইরাসের এ দুর্যোগে নিজেদের জমানো টাকা দিয়ে ৪০টি পরিবারকে খাবার দিয়ে সহযোগিতা করলো যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ১৬ জন শিক্ষার্থী।

রোববার সকালে উপজেলার বাগআঁচড়ার এসব পরিবারের বাড়িতে চার কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু ও একটি সাবান করে সাবান পৌঁছে দিয়েছে শিক্ষার্থীরা।

অসহায়দের পাশে দাঁড়ানো বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এ ১৬ শিক্ষার্থী হলো, সাকিব হুসাইন, সালমান হুসাইন, শাফিন, আল মাসুম, সোহেল রানা, রাতুল মন্ডল, মিশন, শান্ত, লিজা, ইলা, মিতা, অন্তি, উর্মি, রাইসা, আফরা, আরিনা, প্রীতি, আন্নি, আবু রায়হান, রাকিব ও পিয়াল।

শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঐতিহ্যবাহী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।

তিনি বলেন, এ বিপদের দিনে বাচ্চাদের এই মহৎ কাজ সবার কাছে অনুপ্রেরণার হবে। তাদের দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে। দোয়া করি ওরা এমন মহৎ মানুষ হয়েই সমাজে বেড়ে উঠুক। এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।

বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমদ লিটন বলেন, আমি ওদের কর্মকাণ্ডে খুবই খুশি হয়েছি। ওরাই আমাদের আগামীর কাণ্ডারি হবে। এমন মহৎ হৃদয় নিয়ে বেড়ে উঠুক ওরা।

জামাল হোসেন/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।