গাজীপুরে আরও ৩১ জন করোনায় আক্রান্ত, মোট ১১০
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৫ চিকিৎসক, ৪ নার্স ও টেকনেশিয়ানসহ জেলায় ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। আক্রান্ত সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জনের মধ্যে জেলার কালীগঞ্জ উপজেলায় সর্বাধিক ২৩ জন, সদর উপজেলায় ৬ জন এবং মহানগরীর কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ২ জন।
এ নিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্ত দাড়াঁলো ১১০ জনে। ১৪২ জনের নমুনা পরীক্ষা করে বৃহস্পতিবার ৩১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
জানা গেছে, গাজীপুরে যে ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৫ জন উপজেলা হাসপাতালের চিকিৎসক, ২ নার্স ও ২ জন ল্যাব টেকনেশিয়ান এবং কালীগঞ্জ থানা পুলিশের একজন এসআই রয়েছেন।
এ নিয়ে কালীগঞ্জে ৬ চিকিৎসক আক্রান্ত হলেন। মহানগরীতে আক্রান্ত হন দুইজন নার্স। তারা নগরীর কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে কর্মরত। মঙ্গলবার ওই হাসপাতালের তিন চিকিৎসকের করোনা পজিটিভ পাওয়া গেলে সংস্পর্শে আসায় বুধবার ওই দুই নার্সের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল।
সদর উপজেলায় বুধবার কেউ আক্রান্ত না হলেও বৃহস্পতিবার প্রথম ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো। তবে বৃহস্পতিবার কালিয়াকৈর, কাপাসিয়া ও শ্রীপুরে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।
আমিনুল ইসলাম/এমএএস/এমকেএইচ