বেনাপোলে জ্বর-সর্দিতে শিশুর মৃত্যু, বাড়ি লকডাউন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:৫০ এএম, ১৯ এপ্রিল ২০২০

যশোরের বেনাপোলে জ্বর-সর্দিতে এক শিশুর (১১) মৃত্যু হয়েছে। তবে ওই শিশু করোনা আক্রান্ত ছিল কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে শিশুটির মৃত্যু হয়। তার মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাড়িটি লকডাউন করে দেয় প্রশাসন।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলি জানান, রোববার শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

শিশুটির পরিবারের বরাত দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলি বলেন, তিন দিন আগে তাদের দুই বোনের জ্বর, সর্দি-কাশি হলেও ভয়ে তাদের বাবা বিষয়টি কাউকে জানাননি। স্থানীয় ডাক্তারের কাছ থেকে তাদের চিকিৎসা দেয়া হচ্ছিল। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বড় মেয়েটি বারবার বমি ও পাতলা পায়খানা করছিল। অবস্থার অবনতি হলে যশোরে সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে মনিরামপুর উপজেলায় তার গ্রামের বাড়িতে গোপনে দাফন করা হয়েছে বলে স্থানীয়রা জানায়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, বিষয়টি শুনেই বাড়িটি লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগকে নমুনা সংগ্রহের ব্যাপারে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।