স্বাস্থ্য বিভাগে পিসিআর মেশিন দিল বঙ্গবন্ধুু কৃৃষি বিশ্ববিদ্যালয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২২ এপ্রিল ২০২০

করোনাভাইরাস শনাক্তের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) মেশিনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাহফুজ-উল-আলম জানান, দেশের বিভিন্ন মহল থেকে করোনাভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়াকে গতিশীল করার দাবি ওঠে। সেই সঙ্গে করোনাভাইরাস শনাক্তের এ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করে। এ উদ্যোগের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পিসিআর মেশিনটি মন্ত্রণালয়কে প্রদান করার জন্য অনুরোধ করেন। সেই প্রেক্ষিতে মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলামের নিকট পিসিআর মেশিনটি আনুষাঙ্গিক যন্ত্রাংশসহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, দেশে করোনা ভাইরাস শনাক্তকরণে এ যন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দেশের এ ক্রান্তিকালে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য বিশ্ববিদ্যালয় এ যন্ত্রটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করতে পেরে গর্বিত।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ডিন (গ্র্যাজুয়েট স্টাডিজ) প্রফেসর ড. মো. আবুল হোসেন মোল্লা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, প্রক্টর ড. মো. আরিফুর রহমান খান, আইবিজিই’র প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ আবদুস ছালাম উপস্থিত ছিলেন।

জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাহফুজ-উল-আলম আরও জানান, পিসিআর মেশিনটি করোনাভাইরাস শনাক্তকরণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হতে পারে।

আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।