গাজীপুরে করোনাভাইরাস : আক্রান্ত ৩১৭ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৩ এপ্রিল ২০২০

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৩১৭ জন।

এটি গত ১৯ ও ২০ এপ্রিল ঢাকায় যেসব নমুনা পাঠানো হয়েছিল সেগুলোর তথ্য। ঢাকা থেকে প্রতিদিনের প্রতিবেদন আসতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানিয়েছেন, গত ১৯ ও ২০ এপ্রিল ঢাকায় পরীক্ষার জন্য যেসব নমুনা পাঠানো হয়েছিল সেগুলোর রিপোর্ট বৃহস্পতিবার সকালে পাওয়া গেছে। সবশেষ পাওয়া তথ্যমতে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১৭ জন। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ২৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৮৯, কাপাসিয়া উপজেলায় ৭০, শ্রীপুর উপজেলায় ২০ ও গাজীপুর সদর উপজেলায় ১০৯ জন। এ পর্যন্ত গাজীপুরে মারা গেছেন দুইজন। নতুন করে গাজীপুরে মারা যাওয়ার খবর নেই।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহিন বলেন, নতুন করে যারা আক্রান্ত হয়েছেন; তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

আমিনুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।