কালীগঞ্জে এবার কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতাকর্মীরা
গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের পর এবার কৃষকের ধান কেটে দিলেন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত যুবলীগ নেতাকর্মীরা ধান কেটে বাড়ি পৌঁছে তা মাড়াই করে দেন।
এর আগে কালীগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় কৃষকদের ধান কেটে বাড়ি নিয়ে মাড়াই করে দেন। যা এখনও অব্যাহত রয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণরোধে কালীগঞ্জে চলা লকডাউনে অনেকটাই বিপর্যস্ত উপজেলার স্বল্প আয়ের মানুষ। এ অবস্থায় সারাদেশের মতো এ উপজেলায়ও বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। ধান কাটতে শ্রমিক না পেয়ে বিপাকে পড়েছেন এখানকার কৃষকরা। শ্রমিকের অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে না পারায় বাহাদুরসাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ভূঁইয়াব গ্রামের কৃষক করিম মিয়া ও সাহিন শেখসহ অনেকেই বিপাকে পড়েন।
তাদের দুর্ভোগের কথা শুনে ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খাঁন নেতাকর্মীদের নিয়ে কৃষকের দুই বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে মাড়াই করে দেন। যুবলীগের নেতাকর্মীদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
বাহাদুরসাদী ইউনিয়নের ভূঁইয়াব গ্রামের কৃষক করিম বলেন, এবার জমিতে ধানের ফলন বেশ ভালো হয়েছে। করোনার কারণে গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা লকডাউন থাকায় উত্তরাঞ্চলের কোনো শ্রমিক এ উপজেলায় আসতে পারছে না। এতে ধান কাটা নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলাম। শ্রমিক না পাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে জেনে যুবলীগ নেতা ইসমাইল শেখ ও ফয়সাল আহমেদ খাঁন আমাকে আশ্বস্ত করেন এবং নেতাকর্মী নিয়ে ধান কেটে দেয়ার প্রতিশ্রুতি দেন। তারা আমার এক বিঘা জমির ধান কেটে দেন। এছাড়া কৃষক সাহিন শেখের এক বিঘা জমির ধান কেটে তা বাড়ি পৌঁছে মাড়াই করে দেন।
বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল শেখ জানান, কালীগঞ্জের শান্তিকন্যা সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের নির্দেশে কৃষকদের ধান কাটায় সহযোগিতা করে বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগ। দুর্যোগে সবসময়ই যুবলীগ নেতাকর্মীরা কৃষকের পাশে থাকবে। এমনিভাবে যদি প্রত্যেকে একে অন্যের সমস্যায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে দেশ আরও অনেক এগিয়ে যাবে।
আব্দুর রহমান আরমান/বিএ