বগুড়ায় আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত
বগুড়ায় নতুন করে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ জন। নতুন আক্রান্তদের মধ্য একজনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে। তিনি একজন নারী। তার বয়স ২৫ বছর। অন্যজনের বাড়ি গাবতলীতে। তার বয়স ২৬ বছর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বগুড়ার ডিপুটি সিভিল সার্জন মোস্তাফিজার রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করে আরও দুইজনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার জন্য মোট ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্য ৪৯ জনের রিপোর্ট নেগেটিভ এলেও দুইজনের রির্পোট পজিটিভ আসে। আক্রান্তরা বর্তমানের তাদের নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি ইতোমধ্যেই সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আওতায় লকডাউন করা হয়েছে।
আরএআর/এমএস