শ্রীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৫ এপ্রিল ২০২০

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে বেতনের দাবিতে এটিএস সোয়েটার কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে তারা বিক্ষাভ শুরু করেন।

কারখানার লিংকিং সুপারভাইজার হৃদয় ও সুমন জানান, কয়েক মাস যাবৎ কারখানার তিনশ-চারশ শ্রমিকের বেতন কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বিভিন্ন সময় তারিখ দিলেও তারা পরিশোধ করছেন না। সর্বশেষ বিকাশ ও রকেটে বেতন দেয়ার কথা বললেও বেতন দিচ্ছেন না।

-srepur02.jpg

আকলিমা নামে এক শ্রমিক বলেন, করোনা আতঙ্কের মধ্যেই আমাদের আয়-রোজগার কমে যাওয়ায় খুব কষ্ট হচ্ছে। সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে আমাদের চলতে হচ্ছে। কারখানার কর্তৃপক্ষ একাধিকার সময় নিলেও বেতন পরিশোধ করছে না।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

শিহাব খান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।