আগুনে পুড়ে মরলেন শিকলবন্দি আসমা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০২০

গাজীপুরের শ্রীপুরে আগুনে ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে শিকলবন্দি আব্দুল কাদিরের মেয়ে মানসিক প্রতিবন্ধী আসমা খাতুন (৩৫) পুড়ে মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের আউয়ালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. শাহ্জাহান জানান, আসমা খাতুন বেশ কয়েকবছর ধরে মানসিকভাবে অসুস্থ। তিনি কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যেতেন। এছাড়াও বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করতেন। তাই আসমাকে ঘরের ভেতর শিকল দিয়ে আটকে দরজায় তালা লাগিয়ে রাখা হতো। শনিবার রাত ১২টার দিকে আসমাকে তালাবদ্ধ করে রাখা ঘরে আগুন লাগে। পরে তাকে অনেক চেষ্টার পরও বাঁচানো সম্ভব হয়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

শিহাব খান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।