গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:০৫ এএম, ২৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর পূবাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম ওরফে রবু (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাতে নগরীর পূবাইল থানার সাতপোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, ওই এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে- এমন খবেরর ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায় এতে হত্যা মামলার আসামি ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে রবু গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় র‌্যাবের এজন সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।