বাড়িতেই চিকিৎসা নিয়ে সন্তানসহ করোনামুক্ত হলেন সাংবাদিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৯ এপ্রিল ২০২০

গাজীপুরে ৭১ টেলিভিশনের সাংবাদিক ইকবাল আহমদ সরকার ও তার ছেলে করোনা থেকে সুস্থ হয়েছেন। ডাক্তারের পরামর্শে ১৪ দিন নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিয়ে সোমবার নমুনা দেন তিনি। আজ বুধবার সকালে তাদের নমুনায় কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল ৭১ টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। পরদিন ওই বাসার সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তার কলেজপড়ুয়া ছেলের নমুনাও করোনা পজিটিভ আসে এবং অন্যদের নেগেটিভ আসে। ১৪ দিন চিকিৎসা শেষে তাদের নমুনা ঢাকায় পাঠনো হলে বুধবার সবারই নমুনা ফলাফল করোনা নেগেটিভ আসে।

সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, সাংবাদিক ইকবাল সরকার ও তার ছেলে এখন আল্লাহর রহমতে করোনা ভাইরাসমুক্ত। গাজীপুরে মঙ্গলবার পযর্ন্ত মোট ৩৩১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।