বিআইডব্লিউটিসির সেই ৫ কর্মচারীর মেসের রাধুনীও করোনায় আক্রান্ত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ৫ জন কর্মচারীর করোনা শনাক্ত হওয়ার পর এবার তাদের মেসে রান্না করা এক নারীর (৩৫) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় ৬ জনসহ রাজবাড়ীতে মোট ১৫ জন করোনায় আক্রান্ত হলেন।
বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, আজ পর্যন্ত উপজেলার ১০৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। এরমধ্যে ৮৭ জনের রিপোর্ট পেয়েছেন। ৬ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এরা সবাই দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, আক্রান্ত নারী দৌলতদিয়া ইউনিয়নের ক্যানেল ঘাট সাইনবোর্ড এলাকার বাসিন্দা। তাকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, বর্তমান পরিস্থিতিতে তারা চিন্তিত। কিন্তু তারপরও করোনা ভয় উপেক্ষা করে সরকারি নির্দেশনায় কাজ করছেন। দৌলতদিয়ায় তাদের ৫২ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। এরমধ্যে ৫ জন কর্মচারী ও ওই মেসে রান্নার কাজ করা এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম