সীমিত আকারে মার্কেট খোলার খবরেই বাজারে জনসমাগম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৬ মে ২০২০

সরকারিভাবে ১০ মে থেকে সীমিত আকারে মার্কেট খোলার সিদ্ধান্ত আসার পর থেকে রাজবাড়ীতে খুলতে শুরু করেছে বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান। একই সঙ্গে জেলা শহরের বড় বাজারসহ অলিগলিতে বেড়েছে জনসমাগম ও ব্যাটারিচালিত যানবাহনের চাপ।

বুধবার (০৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর বড় বাজারসহ শহরের রাস্তায় এমন চিত্র দেখা গেছে।

এদিকে সামাজিক দূরত্ব না মেনেই সাধারণ মানুষ, ব্যবসায়ী ও ক্রেতারা হাটবাজারসহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছেন। আবার অনেকে কারণ ছাড়াই বের হচ্ছেন। এতে করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে। বুধবার পর্যন্ত রাজবাড়ীতে ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

অপরদিকে, সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসমাগম নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করলেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। তারা কারণে-অকারণে বের হচ্ছেন বাড়ি বাইরে।

রাস্তায় বের হওয়া কয়েকজন জানান, বাড়িতে বসে থাকলে তাদের সংসার চলবে না। যে কারণে তারা বাইরে বের হয়েছেন। কাজ থাক বা না থাক বাজার সদাই করতে বাইরে বের হতে হয়।

১১ এপ্রিল প্রথম রাজবাড়ীতে একসঙ্গে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়। সেদিন থেকে জেলা প্রশাসক রাজবাড়ী জেলা লকডাউন ঘোষণা করেন। বুধবার পর্যন্ত রাজবাড়ীতে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, ঈদুল ফিতর সামনে রেখে আগামী ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। একই সঙ্গে দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধিও অনুসরণ করতে হবে। পাশাপাশি আন্তঃজেলা ও আন্তঃউপজেলা যোগাযোগ বা চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

রুবেলুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।