বগুড়ায় স্বাস্থ্যকর্মীসহ আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত
বগুড়া বক্ষব্যধি হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্যকর্মীসহ আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২৩ জন। আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত ভগ্নিপতি ও নার্স বোনের সংস্পর্শে এসেছিলেন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, বগুড়ায় নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি বগুড়া সদর উপজেলায় ও বাকি একজনের বাড়ি শাজাহানপুর উপজেলায়। এদের মধ্যে চারজন সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন।
তিনি বলেন, বগুড়া বক্ষব্যধি হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় ওই প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করা হবে। কোনো উপসর্গ না থাকায় নতুন আক্রান্তরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ওই পাঁচজনের বাড়ি লকডাউন করা হয়েছে।
আরএআর/জেআইএম