আজও হুড়োহুড়ি করে নদী পার হচ্ছে মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৮ মে ২০২০

করোনাভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে ও সামাজিক দূরত্ব না মেনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আজও নদী পার হচ্ছে শত শত যাত্রী। শুক্রবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে এমন চিত্র দেখা যায়।

গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জেলা থেকে যাত্রীরা দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠছেন। এ সময় ঢাকা থেকেও বহু যাত্রীকে আসতে দেখা গেছে। তবে চোখে পড়েনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটে কর্মরত পাঁচ কর্মচারী ও তাদের মেসের রাঁধুনীসহ ছয়জন করোনায় আক্রান্ত হওয়ায় ঘাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ghat

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি জানান, জরুরি পণ্যবাহী যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান চারটি ইউটিলিটি (ছোট) ও দুটি রোরো (বড়) ফেরি চলাচল করছে। সেই সুযোগে ঘাটে আসা যাত্রীরা নদী পারাপার হচ্ছেন।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।