ধুনটে করোনায় মৃতদের দাফন করবে বিশেষ টিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৮ মে ২০২০

বগুড়ার ধুনট উপজেলায় করোনাভাইরাসে মৃত ব্যক্তির মরদেহ দাফনের দায়িত্ব নিতে প্রস্তুতি নিয়েছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছেন সংগঠনটির ১০ সদস্য। তবে প্রয়োজনে দলের সদস্য সংখ্যা বাড়ানো হবে।

জানা গেছে, করোনায় মৃত ব্যক্তির ভাইরাস সংক্রমণে যেখানে সন্তান মা-বাবার এবং বাবা সন্তানের দাফন-কাফন করছেন না। এমন কি মরদেহ দেখার কথা বাদই থাক উল্টো মরদেহ ফেলে পালিয়ে যান। এমন সময় নিজের জীবনের মায়া ত্যাগ করে মানবতার সেবায় এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। দাফনের মতো গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি তারা এই দুর্যোগে অসহায় মানুষদের নানাভাবে সহায়তা করে যাচ্ছেন।

করোনায় মৃত ব্যক্তির সম্মানের কথা বিবেচনা করে সামাজিক দায়িত্ববোধ থেকে এই দায়িত্ব নেয় সংগঠনটি। এলাকার কোথাও করোনা আক্রান্ত হয়ে অথবা করোনা সন্দেহে কেউ মারা গেলে মৃতের কবর খনন ও জানাজাসহ দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রস্তুতিও নিয়েছেন তারা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব ও ধুনট থানা ওসি কৃপা সিন্ধু বালা।

করোন ও ধুনট পরিস্থিতি সংগঠনের সমন্বয়ক সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ বলেন, বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত ব্যক্তির দাফনে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে, এটা দেখে সিদ্ধান্ত নিই আমরা তাদের দাফন-কাফন করব। ধর্মীয় রীতি অনুযায়ী সব কাজ করা উচিত, সেটাই আমরা করব। আমাদের পিপিই আছে, আমরা চেষ্টা করব যাতে আমাদের করোনা না হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, করোনায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তার দাফনের প্রয়োজন আছে। সেজন্য আমরা পূর্বপরিকল্পনা অনুযায়ী আগে থেকেই সেই প্রস্তুতি গ্রহণ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি এমন দিন যেন আমাদের দেখতে না হয় এবং উপজেলাসহ যেন দ্রুত করোনা মুক্ত হয় দেশ।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।