করোনায় কারামুক্ত হলেন রাজবাড়ীর ৪২ বন্দী
করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪২ বন্দীকে রাজবাড়ী জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
শনিবাব (৯ মে) বিকেল ৩টার দিকে ওই বন্দীদের মুক্তি দেয়া হয়।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩ মে পাওয়া এক চিঠিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত ৩৯ জন এবং নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও চিটিং মামলার ৩ আসামিসহ মোট ৪২ জন বন্দীকে মুক্তির নির্দেশনা আসে। যার আলোকে আজ ৫ নারীসহ ৩৪ জনকে মুক্তি দেয়া হয়।
বাকিরা মোবাইল কোর্টের জরিমানার টাকা পরিশোধ হলে পর্যায়ক্রমে ছাড়া পাবেন বলেও জানান এ কর্মকর্তা।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম