যাত্রী ছাউনিতে নারীর লাশ, করোনার ভয়ে কাছে যায়নি কেউ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৯ মে ২০২০

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে অজ্ঞাত (৭০) এক নারীর মরদেহ দীর্ঘ কয়েক ঘণ্টা পড়ে থাকলেও করোনাভাইরাসের ভয়ে কাছে যায়নি কেউ। পরে সদর থানা পুলিশ শনিবার (০৯ মে) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩-৪ দিন ধরে মানসিক ভারসাম্যহীন এক নারী বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে অবস্থান করছিলেন। শনিবার বিকেলে হঠাৎ তার সাড়া-শব্দ না পেয়ে দূর থেকে বুঝতে পারেন তিনি মারা গেছেন। কিন্তু করোনার ভয়ে কেউ তার কাছে যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

রাজবাড়ী সদর থানা পুলিশের ওসি স্বপন কুমার মজুমদার বলেন, বসন্তপুরের যাত্রী ছাউনিতে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে আছে জেনে রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মৃত নারী একজন মানসিক ভারসাম্যহীন। কয়েক দিন ধরে তিনি যাত্রী ছাউনিতে অবস্থান করছিলেন। মরদেহ উদ্ধার করে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।