রাজশাহীতে প্রথমবারের মতো করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৩ মে ২০২০
ফাইল ছবি

রাজশাহীতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোশারফ হোসেন (৫৬) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ্ত্যু হয়।

পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সুবেদার পদ মর্যাদায় কর্মরত ছিলেন। তার অফিশিয়াল পদবী এসআই সশস্ত্র। তিনি ডেপুটেশনে নওগাঁয় কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, অনেকটা সুস্থ ছিলেন তিনি। শুক্রবার অবস্থা একটু বেশি খারাপ হলে প্রথমে তিনি পুলিশ লাইন্স হাসপাতালে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রামেক হাসপাতাল থেকে তাকে আবারও রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে ৫টায় তাকে মিশন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।