বগুড়ায় আরও ২৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৮ এএম, ২৪ মে ২০২০

বগুড়ায় নতুন করে আরও ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৩ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদরের ১২ জন, শাজাহানপুরের ৫ জন, শেরপুরের ৩ জন, গাবতলীর ২ জন, কাহালু, দুপচাঁচিয়া ও সোনাতলায় একজন করে রয়েছেন।

জানা গেছে, সদরের ১২ জনের মধ্যে ১১ জনই চেলোপাড়ার। তারা সবাই চাষিবাজারে মাছ বিক্রি করেন। বাকি একজন জহুরুল নগরের। তিনি মার্কেট থেকে আক্রান্ত হয়েছেন।

বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৬৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। মৃত্যু হয়েছে একজনের। এখনও চিকিৎসাধীন রয়েছে ১৫১ জন।

লিমন বাসার/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।