ঈদের দিন বাসা থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৬ মে ২০২০

গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকার ওমর ফারুক ওরফে রাব্বি হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

মঙ্গলবার ভোরে মহানগরীর শিমুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।তারা হলেন, শিমুলতলী শান্তিবাগ (মসজিদ সংলগ্ন) এলাকার মো. আ. রাজ্জাক ওরফে মোসলেম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ভাঙ্গারী (৩৫) ও নগরীর দক্ষিণ চতর (চান্নার মাঠ) এলাকার আঃ হাইয়ের ছেলে মনির হোসেন ওরফে চোরা বাবু (৩৬)।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, আটকরা তাদের সহযোগীদের নিয়ে ঈদের দিন সকাল ১০টার দিকে ওমর ফারুক ওরফে রাব্বিকে (২৬) তার বাড়ি থেকে ডেকে গাজীপুর মহানগরীর দক্ষিণ চতর স্বপ্ননীড় প্রজেক্ট এলাকায় নিয়ে যায়।পরে সেখানে দেশীয় অস্ত্র দিয়ে রাব্বীর শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।