চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়েই ঢাকা ফিরছে মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৯ মে ২০২০

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিরছে হাজার হাজার যাত্রী। শুক্রবার (২৯ মে) সকাল থেকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। ঘাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

এদিকে গণপরিবহন বন্ধ থাকার কারণে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে দৌলতদিয়ায় আসছেন যাত্রীরা।

যাত্রীরা বলছেন, চাকরি বাঁচাতে করোনা ঝুঁকি নিয়ে তারা ঢাকায় যাচ্ছেন। সড়কে গণপরিবহন না থাকায় নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে।

rajbari02.jpg

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঈদে যারা বাড়িতে এসেছিলেন তারা আবার ঢাকায় ফিরছেন। যে কারণে দৌলতদিয়া যাত্রী ও ছোট গাড়ির চাপ রয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ পুলিশ করছে। এ নৌ রুটে ফেরি বাড়াতে বিআইডব্লিউটিসিকে অনুরোধ করা হয়েছে।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, এই রুটে ছোটবড় ১৪টি ফেরি রয়েছে। এর মধ্যে ৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

রুবেলুর রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।