করোনার মধ্যে রিসোর্টে চলছে অসামাজিক কাজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ৩০ মে ২০২০

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেও গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় পুষ্পদাম রিসোর্টে চলছে অসামাজিক কাজ।

রিসোর্টে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারী ও দালালসহ ১১ জনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

শুক্রবার দুপুরে জয়দেবপুর থানা পুলিশের একটি দল ওই রিসোর্টে অভিযান পরিচালনা করেন। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় চার নারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, পুষ্পদাম রিসোর্টে অসামাজিক কার্যকলাপের সময় অভিযান চালিয়ে চারজন পুরুষ, চারজন নারী এবং তিনজন দালালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শিহাব খান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।